সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

‘কষ্টটা নিতে পারছিলাম না’

‘কষ্টটা নিতে পারছিলাম না’

স্বদেশ ডেস্ক:

বিয়ের ১৪ মাসের মাথায় বিচ্ছেদের পথ বেছে নিলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ারস ও মডেল-অভিনেতা স্যাম আসগরি। গত বুধবার (১৬ আগস্ট) বিচ্ছেদের আবেদন করেছেন স্যাম। খবরটি ছড়ানোর পর থেকে চুপ ছিলেন ব্রিটনি।

অবশেষে শনিবার (১৯ আগস্ট) ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়ে নীরবতা ভাঙলেন। ব্রিটনি বলেন, ‘স্যাম ও আমি আর একসঙ্গে নেই। আমি এখানে ব্যাখ্যা দিতে আসিনি, কারণ এটা কারও মাথাব্যথা না; কিন্তু সত্যি বলতে, আমি কষ্টটা আর নিতে পারছিলাম না।’

বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এই গায়িকা বলেছেন, ‘বন্ধুদের কাছ থেকে আমি কিছু বার্তা পেয়েছি, যেগুলো দেখে আমার মন গলে গেছে, এজন্য তাদের ধন্যবাদ। আমি অনেক দিন ধরেই খুব কষ্ট সহ্য করছি, যদিও আমার ইনস্টাগ্রাম একদম ঠিকঠাক দেখাচ্ছে; কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। আবেগ ও কান্না দেখাতে পারলে আমারও ভালো লাগতো; কিন্তু কিছু কারণে নিজের দুর্বলতা লুকাতে হয়েছে।’ সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে ভালো রাখবেন বলেও জানালেন ৪১ বছর বয়সী ব্রিটনি স্পিয়ারস।

তার ভাষ্য- ‘আমি যদি আমার বাবার শক্তিশালী যোদ্ধা না হতাম, তা হলে আমাকে সুস্থ করার জন্য চিকিৎসকের কাছে নেওয়া লাগত। যতটা সম্ভব আমি শক্ত থাকব এবং সত্যিই আমি বেশ ভালো আছি। যা-ই হোক, আপনার দিনটা ভালো হোক এবং হাসতে ভুলবেন না।’ ব্রিটনি ও স্যামের প্রথম দেখা হয় ২০১৬ সালে। এর পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের সেপ্টেম্বরে তারা বাগদান সেরেছিলেন। অতঃপর ২০২২ সালের ৯ জুন বিয়ে করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877