স্বদেশ ডেস্ক:
রাজধানী ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন সকল সরকার বিরোধী দল ও জোট যুগপৎভাবে ‘১-দফা আন্দোলন’ গণ-মিছিল করবে আগামীকাল শুক্রবার ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামে পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
ঢাকা মহানগর উত্তর বিএনপি গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেট সামনে থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর গোলচক্কর হয়ে তিতুমীর কলেজের সমানে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। এ গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
‘গনতন্ত্র মঞ্চগণ’
মিছিল পূর্ব সমাবেশ ও সমাবেশ শেষে গণমিছিল বিকেল ৪টা ২০ মিনিট জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শুরু। ‘
১২দলীয় জোট’
বিকেল ৪টায় বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে শুরু।
‘জাতীয়তাবাদী সমমনা জোট’
বিকেল ৪টা পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্স সামনে থেকে শুরু।
‘এলডিপি‘
বেলা ৩টা কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে থেকে শুরু।
‘গণফোরাম ও পিপলস পার্টি’
বিকেল ৪টা মতিঝিল নটরডেম কলেজ উল্টা দিকে গণফোরাম চত্বর সামনে থেকে শুরু।
‘গণঅধিকার পরিষদ’
বিকেল ৪টা কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন সামনে থেকে শুরু।
‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ (এনডিএম)
মালিবাগ মোড় বিকেল ৫টা ৩০ মিনিট শুরু।
‘লেবার পার্টি’
বেলা ৩টা নয়া পল্টন মসজিদ গলি অফিস সামনে থেকে শুরু।
‘গণঅধিকার পরিষদ’
(ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) গণস্বাক্ষর কর্মসূচি আগামীকাল সকাল ১০টায় রামপুরা ব্রিজ। বিকেল ৪টায় পুরানা পল্টন মোড় গণস্বাক্ষর ও পদযাত্রা শুরু।
‘গনতান্ত্রিক বাম ঐক্যে’
সকাল ১০টা সেগুনবাগিচা স্কুল থেকে পল্টন মোর হয়ে প্রেস ক্লাবে সামনে।
‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’
বিকেল ৪টা শাহবাগ মোড়। ‘সমমনা গণতান্ত্রিক পেশাজীবি জোট’১৪ সকাল ১০টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শুরু।