স্বদেশ ডেস্ক:
চলতি বছর মে মাসের শেষ দিকে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে চিত্রনায়ক শরিফুল রাজের কিছু ঘনিষ্ঠ দৃশ্যের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এরপরই যেন কালো অন্ধকার নেমে আসে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে। বাড়তে থাকে দূরত্ব। একটা পর্যায়ে তা রূপ নেয় বিচ্ছেদের দিকে। কিছুদিন আগেও পরী জানিয়েছেন, রাজের থেকে মুক্তি চান তিনি। আর রাজও যেন পরীর কথা শুনলে পাল্টে ফেলেন প্রসঙ্গ।
গেল ১০ আগষ্ট রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন ছিল। বিশেষ এই দিনের জন্য পরীর ব্যস্ততা যখন তুঙ্গে। রাজ তখন ছিলেন কলকাতায়। এ নিয়ে পরীর মুখ থেকেও অনেক আক্ষেপের কথা শোনা যায়। অবশেষে সব কিছুর সমাধান হলো এক পলকে। তাদের মুখে হাঁসি ফোটালেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি। অনেকের মতে, তাপসই রাজ-পরী আপস করিয়েছেন!
বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও কৌশিক হোসেন তাপস তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন। আর সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’
গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে রাজ্য’র প্রথম জন্মদিন পালন করেন পরীমণি। জন্মদিনের অনুষ্ঠানের ঠিক দু’দিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন রাজ। অনেকেই ধারণা করেছিলেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবেন রাজ। তবে জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন না রাজ্যের বাবা।
উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।