স্বদেশ ডেস্ক:
সাড়ে ৮ বছর ভালোবাসা পর অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল ১১ আগস্ট পারিবারিক আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়। বর শেখ রেজওয়ান, বর্তমানে বিদেশে কর্মরত আছেন। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ফারিণ বলেন, ‘সাড়ে আট বছরের প্রেম, বন্ধুত্ব ও একসঙ্গে থাকা; অবশেষে ১১ আগস্ট ২০২৩-এ আমরা আনুষ্ঠানিকভাবে এক হলাম। যদিও এটি লম্বা সময়, কিন্তু এখনো প্রথমদিনের মতোই তোমার জন্য আমার হৃদয়ের স্পন্দন টের পাই আমি। তোমার মাঝে শান্তি খুঁজে পাই। বাইরের সব জঞ্জাল ও আওয়াজ থেকে আমরা নিজেদের জন্য এক অভয়াশ্রম গড়ে তুলেছি।’
প্রেমের সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু তারপরও আমরা এক থেকেছি। সেজন্যই আমাদরে সম্পর্কটা এমন গোপন ছিল। এটা এত সুন্দর যে সত্যকেও ছাপিয়ে যায়। আমাদের কিশোর বয়সের প্রেম পরিণতি পেয়েছে। আমি এখনো বিশ্বাস করতে পারি না যে, আমার একজন স্বামী আছে। নিজেকে আমার পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে মনে হয়। শেখ রেজওয়ান, আমাকে বিয়ে করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি এবং সারাটাজীবন তোমাকে পাশে চাই।’
খুব শিগগিরই বিয়ের বড় আয়োজন করা হবে তা উল্লেখ করে ফারিণ বলেন, ‘আমরা কাছের মানুষজনদের নিয়ে আকদ সম্পন্ন করেছি। ও দেশের বাইরে থাকায় খুব দ্রুতই সব কিছু করতে হয়েছে। আবার যখন ও দেশে আসবে, তখন কাছের বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে আবার অনুষ্ঠান করব, একসঙ্গে উদযাপান করব। আমি আপনাদের সবার সঙ্গে আমার জীবনের খুশির এই অধ্যায় শেয়ার করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’