Chirac and Sarkozy attend a ceremony to honour Lucie Aubrac in Paris...France's President Jacques Chirac (R) and Interior Minister and UMP political party presidential candidate Nicolas Sarkozy attend a ceremony to honour Lucie Aubrac, one of France's greatest wartime resistance heroes, in the courtyard of the Invalides in Paris March 21, 2007. Aubrac, who played a major role in the 1943 rescue of her husband Raymond Aubrac from a Nazi prison, died aged 94. REUTERS/Charles Platiau (FRANCE)
স্বদেশ ডেস্ক:
সাবেক ফরাসি প্রেসিডেন্ট জাক শিরাক মারা গেছেন, যার সময়ে ইউরোপীয় একক মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করেছিল ফ্রান্স। তার পরিবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ৮৬ বছর বয়সে শিরাকের মৃত্যু হয়।
দুই মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা শিরাক বেশ কিছু প্রশাসনিক সংস্কার এনেছিলেন, যার একটি ছিল রাষ্ট্রপ্রধানের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা। অবশ্য শেষ দিকে দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল।