শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঝড় তুলেছে রজনীকান্তের ‘জেলার’

ঝড় তুলেছে রজনীকান্তের ‘জেলার’

স্বদেশ ডেস্ক:

মুক্তির প্রথম দিন থেকেই ঝড় তুলেছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’। দক্ষিণী এ সুপারস্টার মানেই যে ব্যাপক উন্মাদনা তা আবারও প্রমাণ দিচ্ছেন ভক্তরা। প্রথম শো থেকেই দক্ষিণের বহু সিনেমা হল ছিল হাউজফুল। যদিও মুক্তির অনেক আগে থেকেই বিষয়টি বোঝা যাচ্ছিল। সবার ধারণা- বক্স অফিসের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়বে সিনেমাটি। প্রথম দিনে তারই ইঙ্গিত পাওয়া গেছে।

জানা গেছে, ভক্তদের কথা মাথায় রেখে ‘জেলার’ মুক্তির দিন ও পরের দিন তামিলনাড়ু এবং কর্নাটকের স্কুল, কলেজ ও অফিসগুলো বন্ধ ঘোষণা করা হয়। শুধু চেন্নাই বা মাদুরাই নয়, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, থাঞ্জাভুর, বিশাখাপত্তনম, মাইসুরু, ইলোর, তিরুবনন্তপুরম এবং কোচির মতো শহরের অফিসগুলিও ছুটি ঘোষণা করেছে। এমনকি অনেক বড় বড় কোম্পানি তাদের কর্মীদের বিনা মূল্যে টিকিট তুলে দিয়েছে, যাতে তারা সিনেমাটি দেখতে পারেন।

ভক্তদের উন্মাদনা, সেই সঙ্গে ছুটি- মুক্তির প্রথম দিনেই রেকর্ড পরিমাণ আয় করেছে সিনেমাটি। জানা গেছে, মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে ৫২ কোটি রুপিরও বেশি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু থেকে ২৩ কোটি রুপি, কর্ণাটক থেকে ১১ কোটি রুপি, কেরালা থেকে ৫ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ১০ কোটি রুপি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি আয় করেছে ‘জেলার’। যার মোট পরিমাণ ৫২ কোটিরও বেশি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয় এ সিনেমার। তবে চলতি বছর মুক্তির প্রথম দিনেই ‘জেলার’র থেকে বেশি আয় করেছে ‘পাঠান’ ও ‘আদিপুরুষ’ সিনেমা।

বক্স অফিসে প্রথম দিনে আদিপুরুষ আয় করেছিল ৮০ কোটিরও বেশি। পাঠানের আয় ছিল ৫৭ কোটি। জেলার রয়েছে সেই তালিকায় তিন নম্বরে।

প্রায় ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে।

তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877