স্বদেশ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনির নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক (৪৫) বছর।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি পচন ধরেছে। সংবাদ পেয়ে শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।