বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউক্রেনের শীর্ষ সামরিক নিয়োগকর্তাদের বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের শীর্ষ সামরিক নিয়োগকর্তাদের বরখাস্ত করলেন জেলেনস্কি

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের শীর্ষ সামরিক নিয়োগকর্তাদের বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার দেশটির সবগুলো সামরিক নিয়োগ কেন্দ্রের প্রধানদের দুর্নীতির দায়ে বরখাস্ত করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের এই নিয়োগকেন্দ্রে পেশাগত হয়রানি থেকে শুরু করে যুদ্ধযোগ্য যুবকদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার মতো দুর্নীতির ঘটনা ঘটেছে। তিনি বলেন, যুদ্ধের সময় দুর্নীতি ও ঘুষ খাওয়া যে রাষ্ট্রদোহের সমান অপরাধ সেটা যারা দায়িত্বে থাকেন, তাদের বোঝা উচিত।

জেলেনস্কি বলেন, নতুন করে নিয়োগের দায়িত্ব পাবেন শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুজনি। নতুন প্রার্থীদের ইউক্রেনের অভ্যন্তরণীয় সিকিউরিটি সার্ভিস এসবিইউ থেকে অনুমোদনপ্রাপ্ত হয়ে আসতে হবে।

প্রায় ১৮ মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দুর্নীতির নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে কিয়েভ। জেলেনস্কি জানান, এই কেন্দ্রগুলোর বিরুদ্ধে ১১২টি অপরাধের অভিযোগ এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, অনেকে যুদ্ধে গিয়ে নিজেদের অঙ্গ হারিয়েছেন, আহত হয়েছেন, কেউ প্রাণ দিয়েছেন। কিন্তু নিজেদের সম্মান, দেশের সম্মান অক্ষুণ্ন রেখেছেন। তারা এমন দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার ওপর ভরসা রাখতে পারেন না।

যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের প্রত্যেকের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877