স্বদেশ ডেস্ক:
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। আছেন নাইম শেখ, ফিরেছেন শেখ মেহেদী হাসান।
শনিবার (১২ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
দলে চমকের নাম তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। আছেন এখনো কোনো ওয়ানডে না খেলা শামীম পাটোয়ারীও।
বাংলাদেশের এশিয়া কাপ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন, মুস্তাফিজুর, হাসান মাহমুদ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, এবাদত হোসেন ও নাইম শেখ।