স্বদেশ ডেস্ক:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তিন বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো সুশান্তের স্মৃতি ভক্তদের হৃদয়ে তাজা। সুশান্তের অনেক অদেখা ভিডিও এবং ছবি এখনো অনেকে শেয়ার করেন।
সম্প্রতি অভিনেতার মতো একই রকম চেহারা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
এই ব্যক্তিকে দেখে নেটিজেনরা বিভ্রান্ত হয়ে বলছেন, তাদের প্রিয় নায়ক ফিরে এসেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর খবরে জানা যায়, সুশান্তের মতো দেখতে মানুষটির নাম ডনিম আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় তার দেখা মিলেছে।
ডনিমের চেহারা থেকে শুরু করে তার স্টাইল এবং তার ব্যক্তিত্ব সুশান্তের মতোই। এতটাও যে কারও সঙ্গে মুখের মিল হতে পারে, তা ভেবেই সকলে অবাক হচ্ছেন।
ইনস্টাগ্রামে তিনি এখন খুবই চর্চিত। বিশেষ করে তার মুখের সঙ্গে সুশান্তের মুখের মিল নিয়ে অনেক প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে অনেকে আবার বলছেন যে এআইয়ের সাহায্যে এই চেহারা তৈরি করেছেন ডনিম।