শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

ভারতের মাটিতেই ভারতকে হারাবে পাকিস্তান!

ভারতের মাটিতেই ভারতকে হারাবে পাকিস্তান!

স্বদেশ ডেস্ক:

আগামী ১৪ অক্টোবর আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ফর্ম্যাটের বিশ্বকাপে দুই দলের মধ্যে এটি হবে অষ্টম ম্যাচ। এমন অবস্থায় এ ম্যাচকে ঘিরে অন্য রকম পরিবেশ তৈরি করা হচ্ছে। শুরু হয়েছে কথার লড়াই। বরাবরের মতোই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আশা করছেন এবং তারা দাবি করছেন যে, এবারো তারা অবশ্যই ভারতকে হারাতে পারবেন। তবে এবার পাকিস্তান জয়ের এমন একটি কারণ পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ জানিয়েছেন, যা সকলকে ভাবতে বাধ্য করবে।

ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জিতেছে ভারতীয় দল। যদিও পাকিস্তান ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ভারতকে পরাজিত করতে সফল হয়েছিল। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে তারা এখনো জয়ের মুখ দেখতে পায়নি। বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তান দল এই রেকর্ডটিকে এবারে পরিবর্তন করতে চায়। এই বিষয়ে পাকিস্তানের সাবেক তারকা আকিব জাভেদের বিশ্বাস যে এই পাকিস্তান দল এটা করতে সক্ষম হবে।

পাকিস্তানকে জয়ের দাবিদার হিসাবে বর্ণনা করে, সাবেক পাকিস্তানি পেসার ভারতীয় দলের খামতি তুলে ধরেছেন। পাকিস্তানি ওয়েবসাইট ক্রিকউইকের সাথে কথা বলার সময়, আকিব স্বীকার করেছেন যে ভারতীয় দলে বড় নাম রয়েছে তবে আরো বলেছেন যে বেশিরভাগ খেলোয়াড় ফর্ম এবং ফিটনেস নিয়ে লড়াই করছেন। তিনি পাকিস্তান দলকে আরো ভারসাম্যপূর্ণ এবং তরুণ বলে বর্ণনা করেছেন। ভারতের মাটিতে বাবরের দলের জয়ের সম্ভাবনা বেশি বলে দাবি করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।

তিনি বলেছেন, ‘আমি মনে করি পাকিস্তান দল ভারসাম্যপূর্ণ এবং খেলোয়াড়দের বয়সের গ্রাফ অনেক ভালো, ভারত সেই পর্যায়ে রয়েছে যেখানে তাদের বড় নাম রয়েছে, কিন্তু তাদের ফিটনেস এবং ফর্ম সেই মতো নয়। তারা সংগ্রাম করবে এবং তাদের জন্য নতুন খেলোয়াড় খুঁজতে হতে পারে। একটি সংমিশ্রণ তৈরি করতে হবে। আমি মনে করি পাকিস্তানের ভারতে গিয়ে ভারতকে হারানোর দুর্দান্ত সুযোগ রয়েছে।’

ফর্ম নিয়ে আকিব জাভেদের যুক্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। স্পষ্টতই, এই মুহূর্তে ভারতীয় দলের ফর্ম খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে যেকোনো সময় ফর্ম ফিরতে পারে এই ভারতীয় দল। জাভেদের উত্থাপিত দ্বিতীয় ইস্যুটি ভারতের আসল উদ্বেগ। এই সময়ে ফিটনেসের সমস্যা নিয়েই বেশি লড়াই করছে ভারতীয় দল। প্রায় এক বছর পর মাঠে ফিরছেন দলের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। এমন পরিস্থিতিতে তার ফিটনেস নিয়ে এখন নার্ভাস থাকবে টিম ইন্ডিয়া। একই সময়ে, মিডল অর্ডার শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও চোট থেকে সেরে উঠছে এবং এই মুহূর্তে দুজনেই খেলার জন্য ফিট হবেন কিনা তা ঠিক করা হয়নি। স্পষ্টতই এই বড় সমস্যা রয়েছে টিম ইন্ডিয়ার। এছাড়াও, ভারতীয় দলের বয়স পাকিস্তানি দলের চেয়ে বেশি দৃশ্যমান। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়দের বয়স ৩২-এর বেশি, পাকিস্তানের বেশিরভাগ খেলোয়াড়ের বয়স ৩০ বছরের কম।

আকিব জাভেদ বলেছেন, ‘নিরাপত্তার কোনো সমস্যা নেই। ভারতে এমন কিছু নেই। সেখানে গেলে দেখা যায়, সেখানকার সাধারণ মানুষ ক্রিকেট ও পাকিস্তানি খেলোয়াড়দের খুব ভালোবাসে। ভারতীয় দল পাকিস্তানে এলে এখানকার মানুষ তাদের উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানায়। ভারতেও ঠিক একই ছবি দেখা যায়। দুই দেশের মধ্যে বন্ধ থাকা ক্রিকেটে ক্রিকেটার বা ক্রিকেট বোর্ডের কোনো ভূমিকা নেই। এই খবর আমার বোধগম্য হয় না যে ভারতে কোনো নিরাপত্তা সমস্যা আছে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877