বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

নতুন ‘ডন’ হিসেবে রণবীরের চমক

নতুন ‘ডন’ হিসেবে রণবীরের চমক

স্বদেশ ডেস্ক:

বলিউডের পর্দায় ফিরে আসছে ‘ডন’। ফারহান আখতারের পরিচালনায় আসছে ‘ডন থ্রি’ সিনেমা। তবে ‘ডন’ হিসেবে শাহরুখ খান নয়, আসছেন রণবীর সিং। ‘ডন’ লুকে টিজারেই বাজিমাত করেছেন তিনি।

আজ বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে ডন ছবির টিজার প্রকাশ করেন ফারহান। তাতে শুধু রণবীরকেই দেখানো হয়েছে। টিজারে ‘ডন’রূপী রণবীরের মুখে শোনা গেল ছবিটির আগের দুই পর্বের সেই চিরচেনা সংলাপ, ‘১১ মুল্লুকের পুলিশ আমাকে খুঁজছে, কিন্তু পেয়েছে কে?’

এর আগে গতকাল মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক ফারহান জানিয়ে দেন, শাহরুখ খানকে আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। ‘ডন থ্রি’ সিনেমায় রণবীর সিংয়ের হাত ধরে নতুন যুগের সূচনা ঘটতে চলেছে।

ফারহান আখতারের এমন ঘোষণায় ক্ষিপ্ত হন শাহরুখের অনেক ভক্তই। তারা ফারহানের সমালোচনা করেন, রণবীরও এ চরিত্রের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেন।

‘ডন থ্রি’ ছবির দুটি দৃশ্যে রণবীর সিং 

তবে ‘ডন থ্রি’ ছবির টিজার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের। ১ মিনিট ৫৮ সেকেন্ডের মুক্তি পাওয়া টিজারে যে সংলাপ এবং আলো-আঁধারির খেলা দেখিয়েছেন ফারহান, তা এই ছবি ঘিরে উত্তেজনার পারদ অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে ‘ডন’রূপী রণবীরও দিয়েছেন চমক।

১৯৭৮ সালে ‘ডন’ চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অমিতাভ বচ্চন নিজের সাবলীল অভিনয় দিয়ে সারা দেশে সাড়া ফেলেছিলেন। ২০০৬ সালে ‘ডন’ নামে ছবি তৈরি করেন জাভেদ আখতারের ছেলে ফারহান আখতার। ফারহানের ‘ডন’ হিসেবে পর্দায় হাজির হন শাহরুখ খান।  এবার ‘ডন’-এর ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালক বেছে নিয়েছেন রণবীরকে। ২০২৫ সালে মুক্তি পাবে ফারহানের ‘ডন’ ফ্র্য়াঞ্চাইজির তৃতীয় ছবিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877