স্বদেশ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দুদকের মামলায় সাজা দেয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নিয়ে মিথ্যা মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দেয়া হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের আহ্বায়ক শাহ আহমেদ বাদল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও ইউএলএফের সমন্বয়ক মামুন মাহবুব প্রমুখ।
এতে অংশ নেন আইনজীবী কে এম জাবির, আবেদ রাজা, মো: আক্তারুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোরশেদ আল মামুন লিটন, মাহবুবুর রহমান খান, কামরুজ্জামান মামুন, সগীর হোসেন লিওন, মো: কামাল হোসেন, সৈয়দ মো: তাজরুল হোসেন, রেজাউল করীম রেজা, মো: জহিরুল ইসলাম সুমন, শেখ মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম সপু, শামীমা সুলতানা দিপ্তী, আঞ্জুমান আরা বেগম মুন্নী, মো: মাসুদুল আলম দোহা, ফাতেমা আক্তার, মো: মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, কে আর খান পাঠান, এ কে এম এহসানুর রহমান, মু. কাইয়ুমসহ শতাধিক আইনজীবী।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘সরকার তাড়াহুড়ো করে ফরমায়েশী রায়ে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দিয়েছে।’ তিনি বলেন, ‘আমি এই সভার থেকে বিচারপতিদের প্রতি আহ্বান করব, আপনারা শপথ নিয়েছেন আপনারা কোনো দলের না। কাজেই আপনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষ বিচার আসা করি।’
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘অনেক অবিচার হয়েছে, আর নয়। অতীতে আইনজীবীরা যেভাবে অবস্থান নিয়েছে আইনজীবীরা সেভাবে অবস্থান নিবে।’ তিনি বলেন, ‘জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং জনগণের কাছে তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ এনে আদালতকে ব্যবহার করে এই সাজা দেয়া হয়েছে।’
ঢাকা বারে অবস্থান কর্মসূচি
দুদকের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানকে সাজা দেশের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নেতারা। অবস্থান কর্মসূচিতে শতাধিক আইনজীবী অংশ নিয়ে মিত্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তারা এ রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। এছাড়া তারেক-জুবাইদার বিরুদ্ধে চলমান সব মামলা মিথ্যা উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান আইনজীবীরা।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহম্মেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলীসহ শতাধিক আইনজীবী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।