স্বদেশ ডেস্ক:
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আরো দুজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) আতিউল্লাহ ও স্থানীয় সাংবাদিক নূরুন নবী জনী।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
পরে দুপুর সোয়া ১টা পর্যন্ত করা হয় জেরা।
দীর্ঘ প্রায় এক ঘণ্টার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে দুপুর দেড়টার দিকে মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, ‘সাক্ষীদের জবানবন্দী ও জেরায় প্রদান করা তথ্যের সাথে অনেক পার্থক্য রয়েছে। এতেই প্রমাণিত হয় জান্নাত আরা ঝর্ণার দায়ের করা মামলায় মাওলানা মামুনুল হক নির্দোষ।’
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেয়া হয় মামুনুল হককে।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে জান্নাতারা ঝর্ণার সাথে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান।