স্বদেশ ডেস্ক:
রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো মিনিবাস। সোজা গিয়ে পড়লো নিচের নদীতে। নিহত হয়েছেন ২৪ জন। ঘটনাটি ঘটেছে মরক্কোতে।
সাম্প্রতিক সময়ে মরক্কোতে সবচেয়ে বড় বাস দুর্ঘটনা এটাই। রোববার এই দুর্ঘটনা ঘটেছে। অ্যাজিল্যাল সেন্ট্রাল প্রভিন্সে মানুষ ওই মিনিবাসে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন।
বাসটি পাহাড়ি পথে যাচ্ছিল। সেখানেই বাঁক নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু আছে।
স্থানীয় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করা ওমর মাজজানে বলেছেন, ‘অ্যাজিল্যাল প্রভিন্সসহ পাহাড়ি এলাকায় যারা থাকেন, তাদের মাঝেমধ্যেই এই ধরনের দুর্ঘনায় পড়তে হয়।
মাজজানে বলেছেন, দুর্ঘটনাগ্রস্তদের শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
মরক্কোতে সড়কদুর্ঘটনা প্রায়ই হয়। জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার হিসাব হলো, বছরে এখানে সাড়ে তিন হাজার মানুষ সড়কদুর্ঘটনায় মারা যান। দিনে মৃত্যু হয় গড়ে ১০ জনের।
গতবছর একটি বাস দুর্ঘটনায় ২৩ জন মারা গেছিলেন। এবার মিনিবাস খাদে পড়ে যাওয়ায় ২৪ জন প্রাণ হারালেন।