শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়ে গেছে

পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়ে গেছে

স্বদেশ ডেস্ক:

সর্বশেষ জনশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা এখন ২৪ কোটি ১৪ লাখ ৯০ হাজার। ডিজিটাল জনশুমারির পর শনিবার কাউন্সিল অব কমন ইন্টারেস্ট এই তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানে এবার প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি হয়। এতে দেখা যায়, দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৫৫ ভাগ। দেশটির পরিসংখ্যান ব্যুরোর পরিচালনায় সপ্তম জনশুমারি শুরু হয়েছিল ১ মার্চ। ১৮ মাসে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অব কমন ইন্টারেস্টের বৈঠকে সকল প্রদেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

জনশুমারি অনুযায়ী প্রদেশভিত্তিক পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে যথক্রমে খাইবার পাকতুনখাওয়া ৩ কোটি ৫৫ লাখ, পাঞ্জাব ১২ কোটি ৭৬ লাখ, সিন্ধু ৫ কোটি ৫৬ লাখ, বেলুচিস্তান ‌ ১ কোটি ২৩ লাখ, ইসলামাবাদ ২৩ লাখ।

২০১৭ সালে অনুষ্ঠিত জনশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা ছিল ১৭ কোটি।
সূত্র : দি নিউজ, ডন ও অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877