স্বদেশ ডেস্ক:
ইসরাইলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। ইসরাইলের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল।
পুলিশ জানায়, গতকাল (শনিবার) তেল আবিবের মন্টেফিওরে স্ট্রিটে হত্যাকাণ্ডটি ঘাটে। পুলিশ দাবি করেছে, হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং শহরের বাসিন্দাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া, যেকোনো ধরনের সন্দেহজনক তৎপরতার ব্যাপারে খবর দেয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ঘটনাস্থলে পৌঁছে তারা হামলার শিকার চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে ইসরাইলি সেনা সদস্যরা গুলি করে হত্যা করার এক দিন পর তেল আবিবে এই হত্যাকাণ্ড ঘটল। এর মধ্যে ১৮ বছরের এক তরুণকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে তারা।
ইসরাইলি বাহিনী প্রায় নিয়মিতভাবে ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রামে বর্বর হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের উপর হত্যাযজ্ঞ বেড়ে চলেছে। চলতি বছর এ পর্যন্ত ইসরাইলি সেনাদের বর্বর হামলায় ২০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।