স্বদেশ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। বুধবার গভীর রাতে উখিয়া উপজেলার পূর্ব রতনাপালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুবাই প্রবাসী রোকেল বড়ুয়ার মা সুখিবালা বড়ুয়া (৬৫), রোকেলের স্ত্রী মিলা বড়ুয়া (২৬), তাদের ছেলে রবিন বড়ুয়া (২) এবং রোকেলের ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৯)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর জানান, গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা এক প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের লাশ দেখে পুলিশের খবর দেন। লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।