শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন নুসরাত

দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন নুসরাত

স্বদেশ ডেস্ক:

দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ভারতের তৃণমূল নেত্রী এবং অভিনেত্রী নুসরাত জাহান। তার বিরুদ্ধে প্রায় ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ এবং অভিযোগকারীদের নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

বুধবার (২ আগস্ট) সাংবাদিক সম্মেলন করেন নুসরাত।

নুসরত বলেন, তিনি ওই সংস্থা থেকে ২০১৭ সালে সরে গেছেন। তিনি সংস্থার শেয়ার হোল্ডারও নন।

নিজের ফ্ল্যাট কেনার প্রসঙ্গে তিনি বলেন, ওই সংস্থা থেকে তিনি এক কোটি ১৮ লাখ রুপি ঋণ নিয়েছিলেন এবং ওই টাকায় নিজের বাড়ি কেনেন।

ঋণ সুদসহ ফেরত দিয়েছেন বলেও জানিয়েছেন তিন।

নুসরাত বলেন, ‘৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে আমি দুর্নীতিতে যুক্ত নই।’

তিনি একই সাথে জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। ঘটনার সাথে রাজনীতির কোনো সংযোগ নেই।

তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই তিনি বুধবার সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের কিছু পরে তিনি উপস্থিত হন। নিজের বক্তব্য জানিয়ে ১০ মিনিটের মধ্যেই তিনি বেরিয়ে যান।

সম্মেলন চলাকালীন সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারাতে দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বসিরহাটের তৃণমূলের দলের সংসদ সদস্য।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে কয়েক শ’ ব্যক্তি ফ্ল্যাটের জন্য পাঁচ লাখ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তিন বছরের মধ্যেই তার নিজেদের ফ্ল্যাট পাবে। ওই তিন বছর পেরিয়েছে বহু আগেই। কিন্তু ফ্ল্যাট মেলেনি। অভিযোগ মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থার বিরুদ্ধে। যার অন্যতম ডিরেক্টর নুসরত। একই সাথে অভিযোগ ছিল, ফ্ল্যাট দুর্নীতির টাকা দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন তিনি।
সূত্র : আজকাল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877