স্বদেশ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সূচিতে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। ১৫ অক্টোবর নির্ধারিত ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচটি এখন এক দিন আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচটি এগিয়ে নিতে সম্মত হয়েছে এবং এমন পরিস্থিতিতে আইসিসি শিগগিরই পরিবর্তনের সাথে নতুন ক্রীড়া-সূচি প্রকাশ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
পাকিস্তান দলের আরেকটি ম্যাচের সূচিও পরিবর্তন হতে পারে। যদি ১৫ অক্টোবর আমদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচটি ১৪ অক্টোবর হয়, তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি অক্টোবরে হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবরের ম্যাচটি ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে।
১৫ অক্টোবর রোববার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা সংস্থাগুলো ওই ম্যাচটিকে এক দিন আগে আয়োজন করার পরামর্শ দিয়েছে। কারণ ১৫ অক্টোবর থেকে নবরাত্র শুরু হচ্ছে। গুজরাটে এ উৎসবটি বেশ আনন্দের সাথে পালিত হয়। এমন পরিস্থিতিতে এই হাইভোল্টেজ ম্যাচটি আয়োজনের জন্য যথেষ্ট নিরাপত্তা পাওয়া কঠিন হবে বলেই জানা গেছে।
আইসিসি সূত্র বলছে, ভারত বনাম পাকিস্তানের লড়াইয়ের পূর্বাভাসও হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ১২ অক্টোবরের ম্যাচের তারিখ পরিবর্তন হতে পারে। পাকিস্তানকে দুই ম্যাচের মধ্যে যথেষ্ট ব্যবধান দেয়ার জন্য ম্যাচটি ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে। একই যুক্তি প্রয়োগ করা হলে হায়দরাবাদের একই ভেন্যুতে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটিও দুয়েক দিন পিছিয়ে যেতে পারে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নিযুক্ত বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটি ভারতে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসবে। কমিটি বিশ্বকাপের প্রতি কঠোর অবস্থান নেয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। তবে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাবর আজমের দলকে অনুমতি দেয়ার আগে ভারতের নিরাপত্তা পরীক্ষা করার অনুমতি চাইবে পাকিস্তান দল।
সূত্র : হিন্দুস্তান টাইমস