স্বদেশ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুুুবাইদা রহমানকে মিথ্যা মামলায় আদালতের রায়ের মাধ্যমে সাজা দেয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। তারা সাজা বাতিলের জোর দাবি জানান।
বুধবার (২ আগস্ট) রায় ঘোষণা কেন্দ্র করে সকাল থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। তারা শহরের নবাব বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল করেন। রায় ঘোষণার পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সার্কিট হাউজ মোড়ে গেলে পুলিশ তার কাটার বেরিকেট দিয়ে আটকে দেয়। এরপর মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আদালত মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছে। হাসিনার এ রায় জনগণ মানে না। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে। নইলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম , বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এ কে এম তৌহিদুল আলম মামুন, এম আর ইসলাম স্বাধীন, মনিরুজ্জামান মনি, নাজমা আক্তার, যুবদলের খাদেমুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদলের রাকিবুল ইসলাম শুভ ও আবু হাসান, ছাত্রদলের সাইদুল ইসলাম ও নূরে আলম সিদ্দিকী রিগ্যান, যুবদলের আহসান হাবিব মমি, আদিল শাহরিয়ার গোর্কি ও হারুনুর রশিদ সুজন প্র্রমুখ।
এদিকে রায় ঘোষণা কেন্দ্র করে সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় এপিসি কারসহ ব্যাপক প্রস্তুতি নেয় পুলিশ। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।