বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

লিটন সেরা ফিল্ডার বলেই কিপিংয়ে মুশফিক….!!!

লিটন সেরা ফিল্ডার বলেই কিপিংয়ে মুশফিক….!!!

স্বদেশ ডেস্ক: সম্প্রতি কিপিংয়ে ভুলের মহড়া দেখা গেছে মুশফিকের। মুশফিকুর রহিমের কিপিং নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সেই বিতর্ক আরও উস্কে দেয় বিশ্বকাপে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের রান আউট মিসের ঘটনা। চলমান ত্রিদেশীয় সিরিজেও একই রকম ভুল করতে দেখা গেছে তাকে। তাই ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিকের কিপিং প্রসঙ্গে প্রশ্ন উঠলো আবার। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন, গ্রাউন্ড ফিল্ডিংয়ে লিটন এগিয়ে থাকার কারণে মুশফিককে দিয়েই করানো হচ্ছে কিপিং! মুশফিককে বহুবার ভুল করতে দেখা গেছে মাঠে। পেছন থেকে নিজের পজিশন পরিবর্তন করে সামনে এগিয়ে যাচ্ছেন বার বার। ফলে ফিল্ডারদের সরাসরি থ্রো, যা স্ট্যাম্পে আঘাত হানার কথা তা আগেই আটকে দিচ্ছেন মুশফিক। একই কারণে মিস হচ্ছে রান আউটও। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে শেষ ম্যাচেও এমন ভুল করেছিলেন। সাকিবকে বলতে শোনা গেছে, ‘পেছনে যান, পেছনে যান..।’
এমন যখন অবস্থা তখন ফাইনালে কি বদলি কাউকে কিপার হিসেবে দেখা যাবে? এমন পরিস্থিতিতে লিটনের কথাই বিকল্প হিসেবে সবার আগে সামনে আসে। হেড কোচ জানালেন, ‘এই মুহূর্তে সম্ভাবনা নেই। লিটন মাঠে যেভাবে নিজেকে মেলে ধরে, আমরা তাতে সন্তুষ্ট। সে দারুণ ফিল্ডার, মুশফিকের চেয়ে ভালো। গ্রাউন্ডে আমরা যতজন ভালো ফিল্ডার পাবো, আমাদের দলের জন্য সেটা ততো ভালো। লিটন-আফিফ-শান্তর মতো ফিল্ডাররা যে ৫-৬ রান বাঁচায়, তা খুবই গুরুত্বপূর্ণ।’
অবশ্য দলে লিটন দাসের মতো ক্রিকেটার একাদশে থাকার পরেও উইকেটের পেছনে মুশফিকের দাঁড়ানোকে অনেকে ভালো চোখে দেখছেন না। ডোমিঙ্গো অবশ্য যুক্তি দেখালেন মুশফিকের কিপিংয়ের, ‘এটা একটা কারণ যে লিটন দক্ষ একজন ফিল্ডার। মুশফিক সম্প্রতি কয়েকটা সুযোগ মিস করেছে। তবে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। উইকেটের পেছনে থেকে সে বেশ ভালো দেখতে পারে বলে ক্যাপ্টেনকে সহযোগিতা করতে পারে। সে (মুশফিক) কিপিং করলে আমরা অনেক সুবিধা পাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877