স্বদেশ ডেস্ক:
ইসরাইল সৌদি আরব পর্যন্ত বিস্তৃত একটি রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে। এজন্য বাজেট ধরা হয়েছে ১০০ বিলিয়ন শেকেল (২৭ বিলিয়ন মার্কিন ডলার)। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার এ কথা ঘোষণা করেন।
সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখতে গত সপ্তাহে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের রিয়াদ সফরের প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন নেতানিয়াহু।
ইসরাইলি মন্ত্রিসভার সপ্তাহিক সভার সূচনাতে নেতানিয়াহু সাংবিধানিক সঙ্কটের বিষয়টি সরিয়ে রেখে সৌদি আরবের সাথে সম্পর্কে বিষয়টি তুলে ধরেন। উল্লেখ্য, সাত মাস ধরে ইসরাইলে সাংবিধানিক সঙ্কট দেশটির অর্থনীতিকে বেশ কঠিন করে তুলছে। তাছাড়া তার পাশ্চাত্য মিত্ররাও তার ওপর ক্ষুব্ধ হয়ে পড়ছে।
তিনি প্রস্তাবিত রেললাইন প্রসঙ্গে বলেন, ‘ওয়ান ইসরাইল প্রজেক্ট’টি দেশের ব্যবসা ও সরকারি কেন্দ্রগুলোর মধ্যকার যাতায়াতের সময় দুই ঘণ্টা বা তার চেয়েও বেশি কমিয়ে আনবে।
তিনি বলেন, ভবিষ্যতে আমরা ইলিয়াত থেকে আমাদের ভূমধ্যসাগরীয় এলাকায় ট্রেনের মাধ্যমে মালামাল পরিবহন করতে পারব। আমরা ইসরাইলকে ট্রেনের মাধ্যমে সৌদি আরব এবং আরব উপদ্বীপের সাথে যুক্ত করতে পারব।
তিনি বলেন, এর জন্য আমরা কাজ করছি।
সূত্র : মিডল ইস্ট মনিটর