বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

সমুদ্রসৈকতে নেমে ২ বিশ্ববিদ্যালয়ছাত্র নিখোঁজ

সমুদ্রসৈকতে নেমে ২ বিশ্ববিদ্যালয়ছাত্র নিখোঁজ

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাশঁবাড়ীয়া সমুদ্রসৈকতে বেড়াতে এসে সাঁতার কাটতে নেমে নিখোঁজ রয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্র। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। রাত পৌনে ১০টা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

নিখোঁজ দুই ছাত্রের সহপাঠী মোহাম্মদ একরাম হোসেন  আমাদের সময়কে বলেন, ‘আমার সহপাঠী কিশোরগঞ্জের ভৈরবের মো. হাসান মারুফ (২০) ও কুমিল্লার এনায়েত চৌধুরীসহ (২২) বিকেল ৫টায় বাশঁবাড়ীয়া সমুদ্রসৈকতে বেড়াতে যাই। সন্ধ্যার দিকে মারুফ ও এনায়েত সাগরে নামে সাঁতার কাটার সময় জোয়ারের বড় বড় ঢেউ আসছিল, একসময় তাদেরকে আর দেখতে পাচ্ছিলাম না। খুব ঘাবড়ে গেলাম।’

তিনি জানান, এরপর অন্যান্যদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। তারা তিনজনই ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় একই বাসায় ভাড়া থাকেন।

কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মো. ফিরোজ আলম আমাদের সময়কে বলেন, ‘খবর পেয়ে আমরা সন্ধ্যা  সোয়া সাতটার দিকেই ঘটনাস্হলে এসে উদ্ধার কাজে নামি। চট্টগ্রাম থেকে ডুবুরি আনা হয়েছে। রাত সাড়ে  ৮টা থেকে ডুবুরিসহ উদ্ধার কাজ চলছে, তবে সাগর উত্তালের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877