মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ : নিহত ৪৪, আহত ২ শতাধিক

পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ : নিহত ৪৪, আহত ২ শতাধিক

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানে ক্ষমতাসীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে-ই-ইসলাম-ফজলুর (জেইউআই-এফ) এক কর্মী সম্মেলনে বোমা বিস্ফোরণে অন্তত ৪৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

আফগানিস্তান সীমান্ত-সংলগ্ন দেশটির খাইবার পাকতুনখাওয়ায় বাজউর খারে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে দলটির স্থানীয় নেতা মাওলানা লায়েকও রয়েছেন। তার বক্তৃতার সময়ই বিস্ফোরণ ঘটে।

জেইউআই-এফের পাকতুনখাওয়া প্রদেশের মুখপাত্র আবদুল জলিল খান বলেন, মাওলানা লায়েক স্থানীয় সময় ৪টার দিকে বক্তৃতা করার সময় বিস্ফোরণ ঘটে। তিনি জানান, দলটির এমএনএ মাওলানা জামালউদ্দিন ও সিনেটর আবদুল রাশিদও কনভেশনে উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ কাকাখেল দুই শতাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য জিও নিউজকে নিশ্চিত করেছেন।

খাইবার পাখতুনখাওয়ার স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪৪ এবং আহত শতাধিক।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ প্রধান আখতার হায়াত খান নিশ্চিত করেছেন যে, এটা একটা আত্মঘাতী হামলা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র : ডন, জিও নিউজ, দি নিউজ, আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877