মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

পরীমণি বললেন, চাচা বাদ

পরীমণি বললেন, চাচা বাদ

স্বদেশ ডেস্ক:

একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়েই এখন পরীমণির সকল ব্যস্ততা। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই পরী। যার প্রমাণ মেলে এই নায়িকার ফেসবুকে। কিছুদিন আগে পরী জানিয়েছেন, রাজ্যে বাবা-মা দুই পরী! আর রাজ ও তার পরিবারের ওপর নানা ক্ষোভ আনেন বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িক।

এদিকে, নির্মাতা রায়হান রাফির সঙ্গে বেশ ভালো সম্পর্ক তারকা দম্পতি রাজ-পরীর। সে হিসেবে রাফি তাদের একমাত্র সন্তান রাজ্যের চাচা-মামা দুটোই হয়। কিন্তু পরী জানালেন, ‘চাচা বাদ। ওনলি মামা ইজ রিয়েল।’ সঙ্গে শেয়ার করেন রাফির একটি ছবিও। যেখানে দেখা যায়, পরী-রাজ্যের ছবি তুলছেন রাফি। পরীর কথায় স্পষ্ট, মামা হিসেবেই রাজ্যের পাশে রাফিকে দেখতে চান তিনি।

চলতি মাসের ১০ জুলাই ১১ মাস পূর্ণ হয় রাজ্যের। এদিন ছেলের থিম কেকে জায়গা করে নেয় ১১টি ফুটবল। শুধু তাই নয়, কেক কাটার মঞ্চটিও সাজানো হয় ফুটবল আর বেলুন দিয়ে। যেখানে রাজ্যের সঙ্গে কেক কাটেন পরী ও তার নানা। দেখা যায়নি রাজকে। রাজবিহীনই কাটে এই আয়োজন।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েও সারেন রাজ-পরী।

গেল মে মাসে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদা ভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877