স্বদেশ ডেস্ক:
একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়েই এখন পরীমণির সকল ব্যস্ততা। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই পরী। যার প্রমাণ মেলে এই নায়িকার ফেসবুকে। কিছুদিন আগে পরী জানিয়েছেন, রাজ্যে বাবা-মা দুই পরী! আর রাজ ও তার পরিবারের ওপর নানা ক্ষোভ আনেন বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িক।
এদিকে, নির্মাতা রায়হান রাফির সঙ্গে বেশ ভালো সম্পর্ক তারকা দম্পতি রাজ-পরীর। সে হিসেবে রাফি তাদের একমাত্র সন্তান রাজ্যের চাচা-মামা দুটোই হয়। কিন্তু পরী জানালেন, ‘চাচা বাদ। ওনলি মামা ইজ রিয়েল।’ সঙ্গে শেয়ার করেন রাফির একটি ছবিও। যেখানে দেখা যায়, পরী-রাজ্যের ছবি তুলছেন রাফি। পরীর কথায় স্পষ্ট, মামা হিসেবেই রাজ্যের পাশে রাফিকে দেখতে চান তিনি।
গেল মে মাসে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদা ভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।