শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে: মমতা

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে: মমতা

স্বদেশ ডেস্ক:

গুরুতর দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ডেঙ্গু ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে। এ নিয়ে ডেঙ্গু রোধ করতে সীমান্তে ভারতে আগত বাংলাদেশি পর্যটকদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষানিরীক্ষার দাবি তুলেছেন তিনি। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভায় এসব মন্তব্য করেন মমতা।

বিধানসভার অধিবেশন থেকে মমতা জানান, ‘বাংলাদেশ থেকেই ডেঙ্গু এই রাজ্যে (পশ্চিমবঙ্গ) ছড়াচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকদের আমি আটকাতে পারব না। কিন্তু সীমান্তে নজরদারি বাড়ানো উচিত। সেই সঙ্গে প্রতিবেশী দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছে তাদের পরীক্ষা প্রয়োজন।’

একই আশঙ্কা প্রকাশ করে কলকাতা পৌরসভার তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ডেপুটি মেয়র তথা পৌরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি জানান, ‘আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ব্যাপক ডেঙ্গু হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন এলাকা ডেঙ্গুতে জর্জরিত। অনেক মানুষের মৃত্যু হয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেখানকার মানুষ প্রতিদিন বাসে, ট্রেনে, গাড়িতে এখানে আসছে। মানুষের শরীর হচ্ছে ডেঙ্গু ভাইরাসের ক্যারিয়ার।’

 

এদিকে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।  ভারতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের উপর বিধি নিষেধ জারির সম্ভাবনা নিয়ে হাসান মাহমুদ বলেন, ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ডেঙ্গু পরীক্ষা করা হবে কি না সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877