শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জামায়াতের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২১

জামায়াতের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২১

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়িও। পরে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য দেন।

এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

আবু আরিফ নামের চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, ‘নামাজ শেষে জামায়াত-শিবির মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালিয়েছে। পরে আমরা কয়েকজন শিবিরের কর্মীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছি।’

চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, তারা নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে ডবলমুড়িং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877