শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

বিএনপিকে যে হুঁশিয়ারি দিল ছাত্রলীগ

বিএনপিকে যে হুঁশিয়ারি দিল ছাত্রলীগ

স্বদেশ ডেস্ক:

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ‘এক দফা’দাবিতে বিএনপির আল্টিমেটামের জবাবে পাল্টা রাজপথে বসে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত যৌথ শান্তি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে শেখ ওয়ালী আসিফ বলেন, ‘লাখো জনতার সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই কথায় কথায় বলেন, ঢাকায় বসে পড়বেন। আমরাও বলতে চাই, বাংলাদেশের সংবিধানের বাইরে এক চুল যদি নির্বাচন করার চিন্তাভাবনা আপনারা করে থাকেন, কোটি কোটি আওয়ামী লীগের লোক আমরাও ঢাকায় বসে পড়ব। আমরা দেখব কত ধানে কত চাল।’

তিনি বলেন, আল্লাহও চান না বিএনপি-জামায়াতের মতো অপশক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসুক।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমেই ‘জয় বাংলা বাংলার জয়’গান পরিবেশন করা হয়।

সমাবেশ উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। জুমার নামাজের পরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঢল নামে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি ছিলেন।

এদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তাদের এ সমাবেশের বিপরীতে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877