স্বদেশ ডেস্ক:
এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের বাড়ি ফিরতে বারণ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার নয়াপল্টনে আয়োজিত বিএনপির মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আজকের এই মহাসমাবেশের পর শেখ হাসিনাকে গণভবন ত্যাগ করা ছাড়া উপায় নেই। শেখ হাসিনাকে বলব, গণভবন ত্যাগ করার প্রস্তুতি নিন।
মহাসমাবেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, যারা ইন্টারনেট বন্ধের পেছনে আছেন, তারা ভোট চুরি প্রকল্পে কাজ করছেন। যারা নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, তারাও ভোট চুরি প্রকল্পে কাজ করছেন। তাদের চিহ্নিত করা হচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘যে কর্মসূচি দেওয়া হবে, তা শক্তভাবে করতে হবে। ঝড়-বৃষ্টি, সামাজিক অনুষ্ঠান কিছু মানব না।’