স্বদেশ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সরকারী তথ্য অনুযায়ী দেখা গেছে, আমিরাত হতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২০১৯ সালের প্রথমার্ধে প্রায় আট শতাংশ কমেছে। এর কারণ হিসেবে সরকারী ভাষ্য বলছে কর্মসংস্থান হ্রাসের কারণেই রেমিট্যান্সের পরিমাণ হ্রাস পেয়েছ। আমিরাতের সেন্ট্রাল ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৮ সালের এই সময়ে আমিরাত হতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিলো এই ৮৭.৯২ বিলিয়ন যা ২০১৯ সালে আট শতাংশ কমে হয়েছে ৮০.৯২ বিলিয়ন।
গত বছরে কাতারকে ঘিরে সৃষ্ট মধ্যেপ্রাচ্য জঠিলতার দরুন কিছুটা হলেও অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে আরব আমিরাত। কাতার ধীরে দেশটিতে তাদের বিনিয়োগ এবং ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে ফেলতে থাকে। যার দরুন কর্মসংস্থান অনেকাংশেই হ্রাস পেয়েছে দেশটিতে এবং কর্মসংস্থান হারিয়েছেন অনেকেই।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে আছে ভারতীয় প্রবাসীরা। তাদের পাঠানো রেমিট্যান্সের পরিমান ৪৪.৪ বিলিয়ন বা ১০.৫ শতাংশ। দ্বিতীয় শীর্ষ অবস্থানটি ফিলিপাইনের, ফিলিপাইনের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৩.৩ বিলিয়ন। পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশী প্রবাসীর স্থান। বাংলাদেশী প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন।
বাংলাদেশী প্রবাসীদের ভিসা জঠিলতা দরুন সৃষ্ট জঠিলতা কেটে গেলে এই রেমিট্যান্সের পরিমাণ আরো অনেকগুন বৃদ্ধি পাবে এই বিশ্বাস বাংলাদেশী প্রবাসীদের।