স্বদেশ ডেস্ক:
দীর্ঘদিন ধরেই বিষণ্নতায় ভুগছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ছোট ভাই জোরাভার সিং। পরে ২০২২ সালে তার দেখাশোনার জন্য হেমা কৌশিক নামে একজন তত্ত্বাবধায়ক (কেয়ারগিভার) নিয়োগ দেওয়া হয়। বিষয়টির বন্দোবস্ত করেছিলেন যুবরাজ সিংয়ের মা শবনম সিং।
তবে, নিয়োগের ২০ দিন পরই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় হেমা কৌশিককে। তার বিরুদ্ধে অভিযোগ, দায়িত্ব পালনে পেশাদার আচরণ করছেন না তিনি। এতে নাখোশ হন হেমা। গত মে মাসে শবনমকে খুদে বার্তা পাঠিয়ে দেন হুমকি। হেমা হুমকি দিয়ে জানান, মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবরাজদের পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হবে। এছাড়া ৪০ লক্ষ টাকাও দাবি করেন তিনি।
এদিকে, বিষয়টি আগেই পুলিশকে জানিয়ে রাখেন শবনম সিং। কথা অনুযায়ী, মঙ্গলবার ৫ লক্ষ টাকা নিতে আসেন হেমা। আসার পর পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। যদিও পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।