শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হিরো আলমকে হত্যার হুমকি : সিলেট থেকে যুবক গ্রেফতার

হিরো আলমকে হত্যার হুমকি : সিলেট থেকে যুবক গ্রেফতার

স্বদেশ ডেস্ক:

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সিলেট থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

গ্রেফতারকৃত যুবক আবু আহমেদ (২৫) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) এলাকার ফয়সাল বারীর ছেলে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলামের বরাত দিয়ে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, হিরো আলমের হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, তাকে কেউ একজন ফোনে কল করে হত্যার হুমকি দিয়েছেন।

শ্যামল বণিক বলেন, পরে সেই মামলায় আবু আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু হত্যার হুমকি দেয়ার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, আবু আহমেদের মোবাইল ফোন জব্দ করে তাকে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877