বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

মুক্তির আগেই ২১০ কোটি টাকা আয়!

মুক্তির আগেই ২১০ কোটি টাকা আয়!

স্বদেশ ডেস্ক:

সিনেমা মুক্তির বাকি আর তিন দিন। তার আগেই রণবীর-আলিয়ার সিনেমায় কাঁচি চালাল ভারতীয় সেন্সর বোর্ড। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির আগেই বাজেটের অর্থ প্রায় উঠে এসেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ১৭৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখনই আয় করে ফেলেছে ১৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি টাকার বেশি। অ্যামাজন প্রাইম ভিডিও সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ৮০ কোটি রুপিতে। এ ছাড়া টিভি স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। অন্যদিকে সিনেমার গানের স্বত্ব ৩০ কোটি রুপিতে কিনে নিয়েছে সারেগামা। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকে এটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। বিশ্লেষকরা অনুমান করছেন, বক্স অফিসে ভালো করবে সিনেমাটি।

এই সিনেমা দিয়ে সাত বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। সিনেমা মুক্তির আগেই বাধাগ্রস্ত হয়েছেন তিনি। গত বুধবার সেন্সর ছাড়পত্র পেলেও কেটে ফেলা হয়েছে একাধিক দৃশ্য ও সংলাপ। ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে বিতর্কে সমালোচিত হয়েছিল সেন্সর বোর্ডও। তাই এবার তারা সতর্ক। বিতর্কিত সব সংলাপেই কাঁচি চালিয়েছেন তারা। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সংক্রান্ত পুরো বিষয়টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। সিনেমার ট্রেলারে আলিয়ার মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ শব্দটি। এই শব্দ বাদ পড়েছে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877