বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

হাতিরঝিল লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

হাতিরঝিল লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্বদেশ ডেস্ক:

রাজধানীর হাতিরঝিল লেকের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় সনাক্ত করতে পারিনি তারা। তবে যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান, হাতিরঝিল মধুবাগ ব্রিজ সংলগ্ন লেকের পানিতে এক যুবকের মরদেহ ভাসছে। পরবর্তীতে টিম নিয়ে সেখানে যান তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে। তবে মরদের নাম পরিচয় এখনো জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।’

নিহতের পরনে কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট ছিল বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877