স্বদেশ ডেস্ক:
আগামী ২২ জুলাই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’র অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতেই সেখানে যাচ্ছে প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্যটি জানিয়েছেন।
শায়রুল কবির জানান, আগামী ২২ জুলাই তারুণ্যের সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
তিনি বলেন, বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রতিনিধি দলের সদস্যরা পুলিশ কমিশনারের কার্যালয়ের উদ্দেশে রওয়ানা করেছেন।
প্রতিনিধি দলে রয়েছেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্ববায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।