শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারত সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব: প্রধান বিচারপতি

ভারত সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব: প্রধান বিচারপতি

স্বদেশ ডেস্ক:

ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটানোর ঘটনার কড়া নিন্দা ও প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে চলছে উত্তেজনা। এর মধ্যে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্রকাশ্যে ঘোরাচ্ছেন। এরপর তাদের সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছেও বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটিকে ‘চরম বিরক্তকর’ উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ভিডিও’র দৃশ্যটিতে ‘সাংবিধানিক ব্যর্থতা’ ফুটে উঠেছে।

সরকারকে এ ঘটনায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ওই অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আদালতকে জানাতে হবে। তিনি বলেন, যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ২৮ জুলাই মামলাটি গ্রহণ করবে আদালত।

ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘গতকাল বুধবার প্রকাশিত ভিডিওটির জন্য আমরা খুব গভীরভাবে বিরক্ত। আমরা আমাদের গভীর উদ্বেগ জানাচ্ছি। এটা অগ্রহণযোগ্য। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ ও কড়া ব্যবস্থা নেওয়ার এখনই সময়।’

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য গত কয়েক মাস থেকে উত্তাল। সেখানকার সংখ্যাগুরু সম্প্রদায় মেইতেই জনগোষ্ঠী ও পাহাড়ি অঞ্চলে বাস করা কুকির মধ্যে সংঘাত বাধলে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে এখন পর্যন্ত ১২০ জনের নিহতের খবর পাওয়া গেছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877