স্বদেশ ডেস্ক:
ফিলিস্তিনের নাবলুস শহরে দখলদার বাহিনীর গুলিতে বদর সামি রিবহি (১৯) নামের এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চারজন। বৃহস্পতিবার (২০ বছর) নাবলুসের মাতাত শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে অনুপ্রবেশ করে ইসরাইলিরা। এ সময় তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে দখলদার বাহিনী। তারা পূর্বাঞ্চলের আম্মান সড়ক দিয়ে প্রবেশ করে। এরপর মাটির ঢিবি দ্বারা ওই পথ বন্ধ করে দেয়। একইসাথে স্থানীয় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বদর সামি নামের এক তরুণ নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরো চার ফিলিস্তিনি। এ সময় দখলদার বাহিনী ট্রিয়ারসেল ও বিষাক্ত গ্যাস নিক্ষেপ করে। এতে দম বন্ধ হয়ে আহত হয়েছে আরো ১০ ফিলিস্তিনি। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট প্রধান আহমাদ জিবরিল স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফাকে বলেন, দখলদার বাহিনী সেখানে আমাদের অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেয়নি। এ সময় ১২ বছর বয়সী একটি শিশু গ্যাসে দমবন্ধ হলে আমাদের কর্মীরা পায়ে হেঁটে তার কাছে পৌঁছে। এরপর তাকে প্রাথমিকভাবে জরুরি চিকিৎসা দেয়া হয়।
তিনি আরো বলেন, আমাদের কর্মীরা যখন মাতাত শরণার্থী শিবিরে যাচ্ছিল, তখন তাদেরকে লক্ষ্য করেও ইসরাইলি বাহিনী গুলি ছোড়ে। এতে অ্যাম্বুলেন্সের সামনের কাঁচ ভেঙে গেছে।
সূত্র : আল জাজিরা মুবাশ্বির