শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শস্য চালান অব্যাহত রাখতে নতুন রুটসহ জাতিসঙ্ঘে প্রস্তাব দিয়েছে ইউক্রেন : রয়টার্স

শস্য চালান অব্যাহত রাখতে নতুন রুটসহ জাতিসঙ্ঘে প্রস্তাব দিয়েছে ইউক্রেন : রয়টার্স

স্বদেশ ডেস্ক:

রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্য রফতানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইউক্রেন নিরাপদ শস্য সরবরাহের জন্য একটি নতুন অস্থায়ী সামুদ্রিক রুটে কাজ শুরু করবে।

বুধবার (১৯ জুলাই) জাতিসঙ্ঘের শিপিং অ্যাজেন্সির কাছে ইউক্রেনের ভারপ্রাপ্ত কমিউনিটিস অ্যান্ড টেরিওটরিস ফর ডেভেলপমেন্ট মিনিস্টার ভ্যাসিলি শুকুরাকভের জমা দেয়া একটি চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ কথা জানান।

সংস্থাটি বলেছে, মঙ্গলবার (১৮ জুলাই) একটি চিঠিতে ইউক্রেন বলেছে, তারা ‘অস্থায়ী ভিত্তিতে একটি প্রস্তাবিত সামুদ্রিক রুট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।’

শুকুরাকভ বলেন ‘এর লক্ষ্য হলো কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিম অংশে আন্তর্জাতিক শিপিংয়ের জন্য অবরোধ মুক্ত করা।’

চিঠি অনুসারে অতিরিক্ত ট্র্যাফিক রুটটি আঞ্চলিক জল এবং রোমানিয়ার একচেটিয়া সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে নিয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (১৭ জুলাই) বলেছিলেন, তিনি জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এতে তিনি রাশিয়ার অংশগ্রহণ ছাড়াই শস্য চুক্তি চালিয়ে যাওয়ার বা তিন-পক্ষীয় বিন্যাসে অনুরূপ চুক্তি করার পরামর্শ দিয়েছেন।

শস্য চুক্তিটি সোমবার বাতিল করা হয়েছে। ২০২২ সালের জুলাই মাসে ইউক্রেনীয় শস্য বহনকারী জাহাজগুলোর জন্য কৃষ্ণ সাগর করিডোরের চুক্তিটি বেশ কয়েকবার বাড়ানোর পরে। রাশিয়া উল্লেখ করেছে যে এই সম্পর্কিত চুক্তির অংশ কৃষি রফতানির জন্য বাধা অপসারণ কখনই পূরণ হয়নি। মস্কো আরো জোর দিয়েছিল যে যদিও চুক্তিতে দরিদ্রতম দেশগুলোতে খাদ্য সরবরাহের লক্ষ্য ছিল তবে ইউক্রেনীয় শস্যের প্রধান অংশ উন্নত পশ্চিমা দেশগুলোতে সরবরাহ করা হয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত তবে কেবল তখনই যখন মস্কো সম্পর্কিত তার অংশটি পূরণ হবে।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877