রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা: চিফ প্রসিকিউটর জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইশরাক ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা বহিষ্কৃত সেই চাঁদাবাজ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ ‘আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা’ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় আসছেন কুয়েট শিক্ষার্থীরা ১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম
কোরআন অবমাননা: বাগদাদে সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ

কোরআন অবমাননা: বাগদাদে সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ

স্বদেশ ডেস্ক:

ঈদের দিনে সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে কিছু দেশে এখনো বিক্ষোভ চলছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে বিক্ষোভকারী বাগদাদে সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। খবর এপির।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, কয়েক শ বিক্ষোভকারী গতকাল ইরাকে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো জন। এরপর একপর্যায়ে তারা দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন।

এ নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের দূতবাসের কর্মীরা নিরাপদে আছেন। আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক এবং কর্মীদের ওপর সমস্ত হামলার নিন্দা জানাই। দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলা ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মীদের রক্ষা করা ইরাকি কর্তৃপক্ষের দায়িত্ব।

এ ছাড়া প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় সুইডেনের দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা অক্ষত আছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের কম্পাউন্ডে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এরপর দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কিছু বিক্ষোভকারীকে দূতাবাসের ভেতরেও দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে দূতাবাসের বাইরে কিছু বিক্ষোভকারী নামাজও পড়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877