শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, ২ ছাত্র আটক আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যুবককে পিটিয়ে হত্যা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ শেখ হাসিনার কী করা উচিত, জানালেন শ্রীলংকার প্রেসিডেন্ট সাড়ে ২০ লাখ খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন বাংলাদেশ থেকে অর্থ পাচার : যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতি যে আহ্বান জানালো টিআইবি সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপহরণ ১০ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক:

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আলী আজগরকে তার বগুড়া শহরের সূত্রাপুরের বাসা থেকে এবং রাত সাড়ে ৩টার দিকে মাজেদুর রহমানকে পুরান বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এক ফেইসবুক পোস্টে আলী আজগর হেনার ছোটভাই আলী ইখতিয়ার তাজু জানান, তার ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ। রাতে সাদা পোশাকের ডিবি পুলিশ বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে।

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বগুড়ায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় আলী আজগর তালুকদার ও মাজেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা গতকাল পুলিশের ওপর হামলা চালিয়ে একজন পরিদর্শকসহ ১১ জন পুলিশকে আহত করেছেন। সদর পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রাতে আলাদা মামলা করেছে।’

গত মঙ্গলবার বিএনপির পদযাত্রা শেষে শহরের ইয়াকুবিয়া স্কুলের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে। পুলিশ লাটিপেটাসহ শট গানের গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা আহত হন।

এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে বলে জানান বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877