বুধবার, ২৯ মে ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

জ্যাকসন হাইটসে ‘ভোট চোর’ বলে শামীম ওসমানকে ধাওয়া

জ্যাকসন হাইটসে ‘ভোট চোর’ বলে শামীম ওসমানকে ধাওয়া

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে এসে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বহুল আলোাচিত এ কে এম শামীম ওসমান। গত বুধবার মধ্য রাতে ঘটে এ ঘটনা। ভিডিওতে দেখা যায়, জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে কালো রঙের একটি গাড়ি থেকে নামছেন শামীম ওসমান। এ সময় তাকে দেখে কয়েকজন বাংলাদেশি ‘ভুয়া’, ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে শ্লোগান দেন। এ ছাড়া তাদের মুখে ‘শামীম ওসমান ভুয়া’,

‘ভোট চোর’, ‘হাসিনা ভোট চোর’, ‘শেখ হাসিনা ভোট চোর’, ‘শামীম ওসমান ভোট চোর’, ‘বোরকা শামীম’ প্রভৃত শ্লোগান শোনা যায়।

পরে গাড়ি থেকে নেমে শ্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান। এসময় শ্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে শামীম ওসমান ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

শ্লোগান দেওয়া এক ব্যক্তিতে শামীম ওসমান বলেন, ‘মনে রাইখ, আমার নাম শামীম ওসমান।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওইটা জানি, আপনারে চিনি।’

এরপর আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তুমি আমেরিকায় থেকে মনে কইরো না আমেরিকার সব তোমার। তুমি আমেরিকা যখন চিনো না, তোমার ফোর্স যে পর্যন্ত নাই, তার চেয়ে হাজার গুণে ফোর্স কিন্তু আমার আছে।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওগুলো সব মানি, বিশ্বাস করি।’

এরপর শামীম ওসমানকে বারবার বলতে শোনা যায়, ‘কথা শেষ’। এরপরও ওই ব্যক্তি কথা বলতে থাকলে নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘তুমি খুশি হইছ?’। জবাবে ওই ব্যক্তি বলেন, ‘জ্বি, খুশি হইছি।’ এরপর শামীম ওসমান বলেন, ‘তুমি খুশি হইছ, আমিও খুশি হইছি। আমি খুশি হইছি এই কারণে যে তোমার বাবা-মা তোমাকে প্রোপার শিক্ষা দেয় নাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877