শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে ফার্মেসি মালিক মেরে দিলো ৩০ লক্ষ ডলার

নিউইয়র্কে ফার্মেসি মালিক মেরে দিলো ৩০ লক্ষ ডলার

স্বদেশ ডেস্ক:

ত্রিশ লাখ ডলারের চিকিৎসা জালিয়াতির অভিযোগে একটি ফার্মেসির মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তারা ২০১৯ সাল থেকে জালিয়াতির কাজটি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

সান্টিয়াগো ফার্মেসির মালিক জুয়ান পোভেদা (৩২) ও তার ম্যানেজার জ্যাভিয়ার বারবানোর (৩২) বিরুদ্ধে চৌর্যবৃত্তি, স্বাস্থ্য পরিচর্যা তহবিল লোপাট এবং নিউইয়র্ক সোস্যাল সার্ভিস ল’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পোভেদা ও বারবানো তাদের স্যান্ডিয়াগো ফার্মেসি থেকে মেডিকএইড গ্রহণকারীদের এইচআইভি প্রেসক্রিপশন পূরণ করার জন্য অন্যদেরকে নগদ অর্থ দিতে উৎসাহিত করার পর আবার ওইসব প্রেসক্রিপশনের জন্য মেডিকএইডের কাছ থেকে লাখ লাখ ডলারের বিল হাতিয়ে নিয়েছেন।

আদালতে দাখিল করা নথিতে দেখা যায় যে পোভেদা ও বারবানো মেডিকএইড-তহবিলপুষ্ট পরিচর্যা সংস্থা আমিডা কেয়ারের কাছ থেকে ২.৯ মিলিয়ন ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন। তারা অত্যন্ত দামি এইচআইভিসহ বিভিন্ন ওষুধের কথা বলে এসব অর্থ গ্রহণ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877