বৃহস্পতিবার, ১৩ Jun ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন করতে বাংলাদেশ বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

সুষ্ঠু নির্বাচন করতে বাংলাদেশ বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

স্বদেশ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন বলেছেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও বলেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

বিদায়ী সাক্ষাৎ করতে এলে ডেনিশ দূতকে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান। ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রথম উল্লেখ করে রাষ্ট্রপতি ডেনমার্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ ক্ষয়ক্ষতি মোকাবেলায় ডেনমার্ক ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে।

গত বছর ‘সাসটেইনাবল অ্যান্ড গ্রিনফ্রেম ওয়ার্ক এনগেজমেন্ট’ স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এটি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে সহায়তা করবে।

তিনি রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য ডেনমার্ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ডেনমার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন অংশীদারসহ সবাইকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার অনুরোধ জানান।

ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জানান, ডেনমার্ক বাংলাদেশে তথ্যপ্রযুক্তিখাতসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877