স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে উগ্রবাদীদের হামলায় চার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরো পাঁচ সেনা কর্মকর্তা।
বুধবার (১২ জুলাই) ভোরের দিকে উত্তর বেলুচিস্তানের ঝোব ঘাঁটিতে এ হামলা করা হয়। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, উগ্রবাদীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলে ঝোব ঘাঁটিতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে চার সেনা কর্মকর্তা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। সৈন্যদের পাল্টা হামলায় তিন উগ্রবাদী নিহত হয়েছেন। এ বন্দুকযুদ্ধের মাঝে পড়ে একজন বেসামরিক নারীও নিহত হয়েছেন।
এ সময় আরো দুই হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইএসপিআর। একইসাথে আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
সূত্র : ডন