বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, ২ ছাত্র আটক আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যুবককে পিটিয়ে হত্যা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ শেখ হাসিনার কী করা উচিত, জানালেন শ্রীলংকার প্রেসিডেন্ট সাড়ে ২০ লাখ খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন বাংলাদেশ থেকে অর্থ পাচার : যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতি যে আহ্বান জানালো টিআইবি সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপহরণ ১০ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জব্দ ছিল হেরোইন, ৩ বছর পর হয়ে গেল আচার!

জব্দ ছিল হেরোইন, ৩ বছর পর হয়ে গেল আচার!

স্বদেশ ডেস্ক:

প্রায় তিন বছর আগে এক কেজি ২৯০ গ্রাম হেরোইন জব্দ করেছিল র‍্যাব। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়। গতকাল মঙ্গলবার এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কিন্তু যুক্তিতর্ক শুরুর আগে জব্দকৃত আলামত খুলে দেখা যায়, সেগুলো আচারের প্যাকেট!

এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৫ জুলাই স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন।

জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার একডালা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাসুম নামের এক যুবকের কাছ থেকে সাতটি প্যাকেটে থাকা এক কেজি ২৯০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার জব্দ করে র‌্যাব সদস্যরা। এ সময় মাসুমকেও আটক করা হয়।

এ ঘটনার র‌্যাবের ডিএডি রাজিব বাহাদুর বাদী হয়ে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। সেই মামলা এজহার দাখিল পরবর্তী সময়ে তদন্ত ও চাজশিট হয়। ইতিমধ্যে মামলার ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার ১১ জুলাই সেই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। ওই মামলায় মাসুম বর্তমানে কারাগারে রয়েছে।

পিপি সিরাজুল ইসলাম আরও জানান, যুক্তিতর্কের আগের দিন সোমবার ১০ জুলাই জেলা জজ কারাগার পরিদর্শনে যায়। এ সময় মামলার আসামি মাসুম জেলা জজকে আলামতগুলো খুলে দেখার অনুরোধ জানান। মঙ্গলবার যুক্তিতর্কের দিন আলামতের সিলগালা খুলে দেখা যায় যে, এক হাজার ২৯০ গ্রাম হেরোইনের সাতটি প্যাকেট বলা হয়েছে, সেই সাতটি প্যাকেট ঠিকই আছে। কিন্তু সাতটি প্যাকেট খুলে দেখা যায় সেগুলো আচারের প্যাকেট সাদৃশ্য।

আদালতের নির্দেশে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আগামী ২৫ জুলাই আদালতে এসে এর ব্যাখ্যা দেবেন বলে জানান পিপি সিরাজুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877