স্বদেশ ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেম ছিল পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া সে সম্পর্ক ১৯৯৯ সালে শেষ হলেও মাঝেমধ্যেই সালমানের সমালোনা করেন সোমি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সালমানকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে সোমি এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে সালমান খান, সুভাষ ঘাই, জিয়া খানের নাম হ্যাশট্যাগে দিয়েছেন।
সোমি আলি লেখেন, ‘আমাকে পোস্টগুলো সরিয়ে নিতে বলা হবে। আমার বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তুলবে কেউ কেউ। আমার মদ্যপানের সমস্যা নিয়ে কটাক্ষ হব। তবুও আমি প্রতিবাদ চালিয়ে যাব, কারণ আপনাদেরকে এসব অপমানের মধ্যে দিয়ে যেতে হয়নি, অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়নি।’
সালমানের প্রতি ইঙ্গিত করে তার সাবেক এ প্রেমিকা লেখেন, ‘পাশে কেউ ছিল না কারণ তুমি যার বিরুদ্ধে অভিযোগ তুলছ তিনি সুপারস্টার। আপনি তার বন্ধু। তিনি আপনার ক্যারিয়ার যেমন তৈরি করতে পারেন, তেমন ভেঙেও দিতে পারেন। আপনি আপনার বন্ধুদের বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন তারা আপনার পক্ষ নেবে, তারা আপনার অবস্থা সব জানত, কখনো নিজের চোখেও প্রত্যক্ষ করেছে। কিন্তু তা হয়নি।’
সোমি আলি লেখেন, ‘এই গালিগালাজ করা মানুষটাকে ‘‘প্যয়রা ইনসান’’ বলে দিলেই আমি হয়তো খুব ভালো মানুষ হয়ে যাব। অভিনেতা হিসেবে মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি।’
সমালোচনাকারীদের উদ্দেশে তিনি লেখেন, ‘আমাকে ট্রোলে বিদ্ধ করার আগে মনে রাখুন আপনাদের কোনো কমেন্ট আমি পড়ি না, আমার সে সময়ও নেই। আপনারা সেই বন্ধ দরজার পেছনে ছিলেন না, যখন আমার সঙ্গে অত্যাচার হয়েছে। আমি ভালো বা খারাপ যা অনুভব করেছি, আপনি তা জানেন না। আপনারা নিষ্ঠুর হচ্ছেন এমন মানুষের প্রতি যে কিছুই করেনি। দয়া করে একটু চিন্তা করুন এগুলো, শুধু আমায় নিয়ে নয়, অনলাইনে ট্রোল হওয়া আমার মতো আরও অনেককে নিয়ে। এর শেষ দরকার এবার।’
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন সোমি আলি। সালমানের প্রতি মুগ্ধ হয়েই পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন তিনি। সেই সময় অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান, তাই সোমির দেওয়া প্রেমের প্রস্তাব খারিজ করেছিলেন। ‘বুলন্দ’ নামের এক ছবিতে সালমানের নায়িকা হওয়ার সুযোগ পান সোমি। শ্যুটিংও শুরু হয়েছিল ছবির, তবে মাঝপথে আটকে যায় সেই কাজ। তবে শুরু হয় তাদের প্রেম। সালমানের সঙ্গে প্রেম ভাঙার পর বলিউড ছাড়েন এই সোমি।