শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

নিউইয়র্কে গাড়ি চুরি বাড়লেও সার্বিক অপরাধ কমেছে

নিউইয়র্কে গাড়ি চুরি বাড়লেও সার্বিক অপরাধ কমেছে

স্বদেশ রিপোর্ট:

নিউইয়র্ক সিটিতে জুন মাসে সার্বিকভাবে অপরাধ কমেছে বলে পুলিশ বিভাগ জানিয়েছে। তবে গাড়ি চুরি গেছে বেড়ে। অবশ্য, অস্ত্রবাজি বাড়ায় নিউইয়র্ক নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়ে গেছে।

এনওয়াইপিডির নতুন অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালের জুন মাসের তুলনায় গত মাসে পাঁচটি বরায় বড় ধরনের অপরাধ ৪ ভাগ কমেছে। তবে গাড়ি চুরি বেড়েছে ২৩ ভাগ। গত বছরের জুনে যেখানে গাড়ি চুরি হয়েছিল ১,১৩৩টি, সেখানে গত মাসে হয়েছে ১,৩৯১টি। তবে ধর্ষণ, খুন, ডাকাতি, বড় ধরনের চুরি ইত্যাদি বেশ কমেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ধর্ষণ গত বছরের জুনে যেখানে ছিল ১৪১টি, গত মাসে হয়েছে ১০৭টি, অর্থাৎ ২৪ ভাগ কমেছে। চুরি ২০২২ সালের জুনে হয়েছিল ১,৩১১টি, সেখানে গত মাসে হয়েছে ৯৮৬টি। অর্থাৎ প্রায় ২৫ ভাগ কমেছে।

এনওয়াইপিডির ভারপ্রাপ্ত কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান বলেন, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নিউইয়র্ক পুলিশের লড়াইয়ে কিছুটা অগ্রগতি ইতোমধ্যেই হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, নগরীর ওপর ইতিবাচক প্রভাব ফেলতে আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। সকল মানুষের জীবনমান উন্নত করার প্রয়াস চালিয়ে যাব।’

তবে এনওয়াইপিডি প্রধান মাইকেল লিপেত্রি সপ্তাহান্তে বন্দুকবাজি ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ব্রঙ্কসে বন্দুক সহিংসতা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। মঙ্গলবার পুলিশের উপস্থিতি বাড়ানো সত্ত্বেও কেবল ব্রঙ্কসেই দুই ঘণ্টার মধ্যে গোলাগুলির পাঁচটি ঘটনা ঘটেছে। রাত ১২.৪০ থেকে ২.২০ সময়কালের মধ্যে গুলিতে আহত তিন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়। এছাড়া ১৮ বছরের এক কিশোর নিহত হয়। পায়ে গুলিবিদ্ধ মইসেস ফিগুয়েরোরাকে সেন্ট বার্নাবাস হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877