শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

জুনে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে

জুনে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে

স্বদেশ ডেস্ক:

মে মাসের তুলনায় জুন মাসে দেশে মূল্যস্ফীতি ২০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে ভোক্তা মূল্যসূচক বা মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ।

তবে জুনে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

সোমবার (৩ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিবিএস’র তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ। সেটা কমে জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877