স্বদেশ ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে দুই ফিলিস্তিনি আহত হয়েছে। এ সময় তারা সাংবাদিকসহ ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট, আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুস শহরে প্রতিরোধকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনী রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এ ঘটনায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে। আহতদের নাবলুসের রাফিদিয়াহ স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবলুসে অভিযানের সময় ইসরাইলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের মধ্যে মোহাম্মাদ আনোয়ার মুনা নামের এক সাংবাদিক ছিলেন। মুনা এর আগেও বেশ কয়েকবার আটক হয়েছেন।
ইসরাইলি বাহিনী প্রায়ই অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে বাড়িঘরে হামলা চালায় এবং বিভিন্ন অভিযোগে ফিলিস্তিনিদের আটক করে। ফলে সময় সময় ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাদের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সূত্র : মিডল ইস্ট মনিটর